পুতুল থেকে পটচিত্র, বাংলার সংস্কৃতি নিয়ে এবার ইউটিউব চ্যানেল
গ্রামবাংলার লোকায়ত জীবন, লোকশিল্প, আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে নিভৃতে ইউটিউব চ্যানেলে সংরক্ষরণের কাজ করে চলেছেন শহরের দুই সংস্কৃতি পাগল। তাঁদের জীবনকথার আখ্যান এই নিবন্ধ।
শুভাশিস মণ্ডল
বাংলার পুতুল বাংলার অহংকার– সে কৃষ্ণনগর হোক কিংবা মজিলপুর। অথবা বাংলার রানি পুতুলের ইতিহাসে রয়েছে পরতে পরতে ব্রিটিশ ভারতের কাহিনি। আর বাংলার পুতুলের ঘরানার এই সব আনটোল্ড স্টোরি শোনা যাচ্ছে বাংলার একটি ইউটিউব চ্যানেলে, যার নাম ‘e Bangla Vlogs’।
শুধু পুতুলের গল্প কেন, এই চ্যানেলটিতে গেলে দেখা যাবে বাংলার লোকশিল্পের বিভিন্ন আঙ্গিক নিয়ে ভিডিও। এমনকী কিংবদন্তি প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার রয়েছে এই চ্যানেলে। বিষয় ‘বসন্ত আঙ্গিকে বাংলার লোকগান’। সেটিও বাংলা লোকসঙ্গীত গবেষকদের কাছে দলিল হিসাবে থাকতে পারে।
এই চ্যানেলটিতে কাজ হয়েছে বাংলার লোকশিল্পের গ্রামগুলোকে নিয়েও। বর্ধমানের নতুনগ্রামের কাঠের পুতুল, পুরুলিয়ার মাজরামুরা গ্রামের পটচিত্রের ওপর তথ্যচিত্র অডিও-ভিস্যুয়াল সম্পদ হয়ে থাকবে বলেই ধারণা লোকশিল্প মহলে। রয়েছে বাংলার লোকশিল্পীদের জীবনের কথাও।
বাংলার অধিকাংশ ইউটিউব চ্যানেল যখন বর্তমান সময়ে লক্ষ লক্ষ ভিউজের জন্য রোস্টিং বা লঘুবিষয় নিয়ে ভিডিও করে চলেছে তখন ‘e Bangla Vlogs’-এর লক্ষ্য সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার।
‘e Bangla Vlogs’ তৈরি হয়েছিল বছর দুয়েক আগে প্রসূন বিশ্বাস ও দেবশ্রী বক্সীর হাত ধরে। প্রথমদিকে গ্রামবাংলার লোকায়ত জীবন, লোকশিল্প নিয়ে কাজ হলেও পরবর্তীতে পুরনো কলকাতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও কাজ করেছেন তাঁরা। প্রসূন পেশায় সাংবাদিক ও দেবশ্রী ব্যাঙ্ককর্মী হলেও লোকশিল্পকে ভালোবেসেই পরিকল্পনা করেছিল এই চ্যানেলটি খোলার।
এর পাশাপাশি এদের উদ্যোগে শুরু হয়েছে “বাংলার লোকশিল্প সম্ভার” নামের একটি ফেসবুক পেজ। যেখানে নিয়মিত বাংলার লোকশিল্প চর্চায় শাণ দেওয়া হয়। এছাড়া “বরানগর একটি প্রাচীন জনপদ” নামের একটি আঞ্চলিক ইতিহাস চর্চার জন্য ফেসবুক পেজও খোলা হয়েছে এঁদের উদ্যোগে।
বিশদে জানতে যেতে পারেন :
e Bangla Vlogs : https://youtube.com/channel/UCPEHvODlR7-sQzzo22LZLGg
বাংলার লোকশিল্প সম্ভার : https://www.facebook.com/prosunjournalist/
Comments are closed.