বাংলার হারানো গৌরব ফিরে পেতে দক্ষিণেশ্বরে প্রার্থনা অমিত শাহর
শোভাঞ্জন দাশগুপ্ত
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সকাল মা ভবতারিণীকে পুজো দিয়েই আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান। মহান মণীষীদের জন্ম এই পুণ্যভূমিতে। বাংলা সেই হারানো গৌরব যাতে ফিরে পান সেই প্রার্থনাই ভবতারিণীর কাছে জানিয়েছি। এখানে তোষণের রাজনীতি চলছে। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ এক নম্বরে যাক, সেটাই চাই।’
Blessed to have offered prayers at Maa Dakshineswar Kali Temple in Kolkata, West Bengal.
Took blessings of Maa Kali and prayed for the good health & wellbeing of all countrymen. pic.twitter.com/wghUfDEkcv
— Amit Shah (@AmitShah) November 6, 2020
এ দিন সকাল ১১টা নাগাদ দক্ষিণেশ্বরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আগমনের খবরে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। নিরাপত্তার স্বার্থে দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, অনুপম হাজরা, অগ্নমিত্রা পল–সহ আরও অনেকে।
Comments are closed.