ক্ষুধার্তর মুখে অন্ন তুলে শান্তির নোবেল ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-কে
নিজস্ব সংবাদদাতা : ২০২০-র নোবেল শান্তি পুরস্কার পেল ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’। ক্ষুধার বিরুদ্ধে লড়াই, বিশ্বের যুদ্ধ-বিধ্বস্ত এলাকায় শান্তি স্থাপনের নিরলস চেষ্টার জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে বেছে নিল নোবেল কমিটি। ৮৩টি দেশের ৯১.৪ লক্ষ মানুষকে খাদ্যের সংস্থানে সহায়তা করে থাকে এই সংস্থা। রিপাবলিক অব কঙ্গো, উত্তর-পূর্ব নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেনে যুদ্ধ-বিধ্বস্ত ক্ষুধার্ত মানুষদের অন্নের সংস্থান তাদের উল্লেখযোগ্য কাজ। এই পুরস্কারের জন্যে চলতি বছরে ৩১৮টি নামের মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে ২১১ জন ব্যক্তি এবং ১০৭টি সংস্থার নাম ছিল।
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2020 Nobel Peace Prize to the World Food Programme (WFP).#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/fjnKfXjE3E— The Nobel Prize (@NobelPrize) October 9, 2020
ট্যুইটারে নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে, ‘যুদ্ধ-সংঘর্ষ বিধ্বস্ত এলাকায় ক্ষুধার্ত মানুষের পাশে থেকে নিরন্তর প্রয়াসে পরিস্থিতি অনুকূল করার জন্য এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে এবছর শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে।’
আগামী ১০ ডিসেম্বর ওসলোয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে নগদ ১০ মিলিয়ন ক্রোনা এবং স্বর্ণ পদক তুলে দেওয়া হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাতে।
Comments are closed.