চুল কেটে মহিলাকে তালিবানি অত্যাচার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা : পরকীয়া সন্দেহে সামাজিক নির্যাতন বিধবা মহিলাকে। চুল কেটে তালিবানি অত্যাচারের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। জোর করে দেওরের সঙ্গে বিয়ে দেওয়া হল মহিলাকে। অত্যাচারের খবর পেয়ে SDO-র নেতৃত্বে ক্যানিংয়ের নিকারিঘাটার ডাবু গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী।
নির্যাতিতা মহিলার অভিযোগ, তিন বছর আগে তাঁর স্বামী মারা যান। দুই পুত্র সন্তান নিয়ে কোনওরকমে সংসার চালান তিনি। তাঁকে সাহায্য করেন তাঁরই এক দেওর। কিন্তু পরিবারের অন্যান্য সদস্য কিছুতেই মেনে নিতে পারছিলেন না দেওরের এই ভূমিকা। পরিকল্পনা করে বিধবা ওই মহিলাকে বাড়ি থেকে উচ্ছেদ করার চক্রান্ত করে পরিবারের সদস্যরা। এমনকী তাঁর অসহায়তার সুযোগে ভাসুর পরিতোষ সর্দার কুপ্রস্তাবও দেন তাঁকে, এমনই অভিযোগ আনেন নির্যাতিতা।
এরপর চক্রান্ত করে দেওরের সঙ্গে পরকীয়ার সম্পর্ক এনে অত্যাচার করা হয়। চুল কেটে নেওয়ার পাশাপাশি জোর করে ইচ্ছার বিরুদ্ধে দেওরের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আত্মীয়-পরিজনেরা। এ বিষয়ে পরিতোষ-সহ আটজনের নামে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে শ্যাম সর্দার ও বাপি সর্দার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Comments are closed.