করোনার টিকা নিতে এসে সূঁচের ভয়ে গগনভেদী চিৎকার মহিলার! ভাইরাল ভিডিও
শুভাশিস মণ্ডল
‘খুব আস্তে কিন্তু হ্যাঁ, ওরে বাবা মরে যাব রে’ কার্যত চিলচিৎকারে করোনার টিকা নিতে এসে কান্না জুড়ে দিলেন এক মহিলা। আমরা সকলেই জানি শিশুরা ইঞ্জেকশন নেওয়ার সময় হাত-পা ছুড়ে চিকিৎসকের চেম্বার বা হাসপাতালে গগনভেদী চিৎকার জুড়ে দেয়। এবার এই দৃশ্য দেখা গেল বাংলারই এক টিকা গ্রহণ কেন্দ্রে। নেপথ্যে এক মাঝবয়সি মহিলা।
করোনা মহামারীতে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে দেশজুড়ে সরবরাহ করছে ‘কো-ভ্যাকসিন’ বা ‘কোভিশিল্ড’ টিকা। লক্ষ্য একটাই, দেশের প্রতিটি মানুষ এই টিকা নিয়ে যাতে করোনার বিরুদ্ধে লড়তে পারেন। এমনই এক মাঝবয়সি মহিলা পরিবারের সঙ্গে এসেছেন টিকাগ্রহণ কেন্দ্রে। বরাবরই ‘ইঞ্জেকশন’ শব্দটায় যে ওই মহিলা বেশ সন্ত্রস্ত বোঝা গেল কিছুক্ষণ পরেই।
টিকাগ্রহণ কেন্দ্রের টুলে বসেই চিকিৎসক-নার্সদের উদ্দেশে কান্নাজুড়ে করুণ ভাবে বলছেন, ‘খুব আস্তে দেবেন কিন্তু, খুব আস্তে, খুব আস্তে। একটুখানি দেবেন। খুব আস্তে কিন্তু হ্যাঁ। একটু খানি কিন্তু।’ চিকিৎসক-নার্সরাও আশ্বস্ত করছেন মহিলাকে। কোনও ব্যাপারই না। চিকিৎসক বলছেন লাফালাফি করলে সূঁচ ভেঙে গেলে সমস্যা হবে! কিন্তু কে শোনে কার কথা। মহিলা বারবার অনুরোধ করছেন, ‘খুব আস্তে, খুব আস্তে’। ইঞ্জেকশন দেওয়ার মুহূর্তে মহিলার এক আত্মীয় তাঁর চোখ চেপে ধরেছেন। কিন্তু মহিলা তখন হাত-পা ছুড়ে চিৎকার করে বলছেন, ‘ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে’। মহিলার কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি হতেই দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনরাও খুব খুশি।
Comments are closed.