মোমিনপুরে রাস্তা পার হতে গিয়ে ট্যাঙ্কারের ধাক্কায় মহিলার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : রাস্তা পার হওয়ার সময় ট্যাঙ্কারের ধাক্কায় আলিপুরের মোমিনপুরে মর্মান্তিক মৃত্যু এক মহিলার। কালীপুজোর দিন সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সূত্রের খবর, মোমিনপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় উল্টোদিক থেকে এসে ট্যাঙ্কারটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় একবালপুরের বাসিন্দা ওই মহিলাকে। ট্যাঙ্কারটি ডায়মন্ড হারবার রোড থেকে জাজেস কোর্ট রোডে ঢুকছিল। ধাক্কা লাগার পর মাটিতে ছিটকে পড়েন মহিলা। সেই সময় ট্যাঙ্কারের একটি চাকা মহিলার মাথার উপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের পুলিশ। মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে যায় আলিপুর ও ইকবালপুর থানার পুলিশ। চালককে আটক করে পুলিশ। দুর্ঘটনার সময় সে মদ্যপ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Comments are closed.