Mamata Banerjee on DA dues: আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করি না, ডিএ মামলা নিয়ে মন্তব্য মমতার
শীর্ষ আদালতের নির্দেশের পর প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

সুনন্দিতা ব্যানার্জি মণ্ডল: ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (মহার্ঘভাতা)-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পর প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করি না। আমি যা করি, আইন মেনেই করি।”
সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে। আগামী ৪ অগস্ট শীর্ষ আদালতে আবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা।
Will not say anything on SC order on DA dues: Mamata Banerjee