Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

“ফেরাব না মন্তব্য”, আদালত অবমাননা মামলায় ট্যুইট প্রশান্ত ভূষণের

জয়দীপ সেন

সুপ্রিম কোর্টের সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন প্রশান্ত ভূষণ। আদালত অবমাননার অপরাধে কোর্টের প্রতি করা মন্তব্য ফেরাবেন না তিনি।  সোমবার এমন দাবি করেছেন এই আইনজীবী-সমাজকর্মী। তাঁর মন্তব্য, “আদালতের প্রতি করা মন্তব্য ফেরালে নিজের বিবেচনার সঙ্গে অবমাননা করা হবে।”  এদিকে, বৃহস্পতিবার শেষ শুনানিতে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ খানিকটা ধমকের সুরে প্রশান্ত ভূষণকে বলেছিলেন, “এজলাসে অন্তত আইনি মাথাটা ব্যবহার করবেন না। আমরা গত ২৪ বছর ধরে বিচারকের পথে। কিন্তু এভাবে কাউকে অবমাননার জন্য কাঠগড়ায় তুলিনি।”  এই শুনানির পর প্রশান্ত ভূষণকে মন্তব্য ফেরাতে তিনদিন সময় দিয়েছিল আদালত। সেই সময়সীমার মধ্যেই এদিন প্রশান্ত ভূষণ বলেছেন, “আমি ধরতে পারি এটা মাই লর্ডের ইচ্ছা। কিন্তু তাতেও খুব একটা বদল হবে না। আমি মাই লর্ডের সময় নষ্ট করতে চাই না। আইনজীবীর সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেব।”

- Sponsored -

নিজের করা মন্তব্য প্রসঙ্গে প্রশান্ত ভূষণ বলেন, “গণতন্ত্রের সুরক্ষা মর্যাদা রক্ষায় এই মন্তব্য আমার সর্বসমক্ষে সমালোচনা ছিল। ন্যায়ের রক্ষক হিসেবে এই কাজ করেছি।”

যদিও আদালত ভূষণের এই মন্তব্যকে সমালোচনা করা হয়েছে। বিচারপতি অরুণ মিশ্র বলেছেন, “তুমি একটা ভালো কাজ করলেও, সমাজ তোমাকে দশটা খারাপ কাজ করার লাইসেন্স দেয় না।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.