Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

“আপনার ছেলে কী করেছে? এত টাকা কোথা থেকে করল, সে হিসাব কে দেবে?”, অমিত শাহকে প্রশ্ন মমতার

নিজস্ব সংবাদদাতা: “রাজনীতিতে সৌজন্য কখনও একতরফা হয় না। সারাক্ষণ আমাকে গালাগাল করছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন ভাষা মানায় না।” বৃহস্পতিবার সামাজিক প্রতিনিধিদের সম্মেলনে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহকে কার্যত তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “সারাক্ষণ শুধু পিসি-ভাইপো করছে। তা আপনার ছেলে কী করেছে? এত টাকা কোথা থেকে করল, সে হিসাব কে দেবে?”

- Sponsored -

এদিন অমিত শাহকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়ুন উনি। ভোটে জিতলে ওনাকে মন্ত্রী করে দেব। চোরের মায়ের বড় গলা, চালুনি আবার সুচের ভুল ধরে। ফুচকা খাবার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে। বাংলা বাংলা বাংলা, সারাক্ষণ গালি দিয়ে চলেছে। হোক না গণতান্ত্রিকভাবে নির্বাচন। ভয় দেখাচ্ছেন কেন? কী ভাবছেন দিদি বাধ্য হবে? হয়ে যাক একটা খেলা, গণতান্ত্রিক খেলা, রাজনৈতিক খেলা, একদিকে আপনারা থাকবেন, কংগ্রেস-সিপিএমকেও সঙ্গে দিয়ে দিলাম। আমি কিন্তু গোলরক্ষক। দেখি ক’টা গোল দিতে পারেন? আর কে জেতে?” একইসঙ্গে মমতা দাবি করেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ২২১টির বেশি আসন পাবে তৃণমূল।

সামাজিক প্রতিনিধিদের সম্মেলন থেকে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির ‘আন্দোলনজীবী’ কটাক্ষের পাল্টাও দিলেন তিনি। বললেন, “আন্দোলনজীবী বলে আন্দোলনকারীদের গালাগাল করছে। আমি আন্দোলন থেকেই উঠে এসেছি। এখনও আন্দোলন করি। মনে করি, আমি একজন স্ট্রিট ফাইটার। প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করি। নির্বাচন একটা রুটিন ব্যাপার। আমি সরকারে থাকি আর না থাকি মানুষের সঙ্গে থাকি। আর আমি সেজন্য গর্বিত।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.