Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ফের ২৫-এর ধাক্কা! গ্যাসের চড়া দরের ‘দাবদাহ’ থেকে মুক্তি মিলবে কবে?

দামিনী দাশ

মার্চ-এপ্রিল থেকে পেট্রোপণ্যের দাম নিম্নমুখী হতে পারে। কমবে জ্বালানি গ্যাসের দামও। রবিবারই জানিয়েছেন খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঠিক তার পরই ফের বাড়ল এলপিজি গ্যাসের সিলিন্ডারের দর। ফেব্রুয়ারিতে টানা চারবার দাম বাড়ার পর মার্চের প্রথম দিন থেকেই ফের ২৫ টাকা বাড়ল ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দর। ফলে কলকাতায় ডোমেস্টিক গ্যাসের নতুন দর ৮৪৫.৫০ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে। যখন গ্যাসের এই ঊর্ধ্বমুখী দর নিয়ে নাভিশ্বাস পরিস্থিতি মধ্যবিত্তের তখনই ‘গরিব দরদি’ কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তে ‘সিঁদুরে মেঘ’ দেখছেন মানুষজন। সম্প্রতি কেন্দ্রীয় তেল সচিবের ঘোষণা, উজ্জ্বলা যোজনায় আরও ১ কোটি গরিব পরিবারকে দু’ বছরে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দিতে চায় কেন্দ্র। এরপরই প্রশ্ন উঠেছে, উজ্জ্বলা যোজনার আওতায় গরিব পরিবারগুলি গ্যাস সংযোগ পাবেন ঠিকই। কিন্তু তারপর মহার্ঘ্য এই এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন তো?

- Sponsored -

কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের রাজপথে ই-স্কুটার চালিয়ে নবান্নে গিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, মোদি সরকার আসার পরেই জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের রান্না ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন মোদি। কবে এই চড়া দরের ‘দাবদাহ’ থেকে মুক্তি মিলবে তার অপেক্ষায় আম জনতা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.