করোনার গ্রাফ শিখরে হলে কী ব্যবস্থা, কেন্দ্রের কাছে প্রশ্ন দিল্লি হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতি নিয়ে জেরবার ভারত। সঙ্গে রয়েছে অক্সিজেনের বিপুল ঘাটতি। সম্প্রতি মার্কিন একটি গবেষণায় উঠে এসেছে মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ৫ হাজারের বেশি। বিশেষজ্ঞদের পাশাপাশি চিন্তিত বিচারব্যবস্থাও। এদিন ফের একবার কেন্দ্রের কোভিড পরিকল্পনা জানতে চাইল দিল্লি হাইকোর্ট।
এদিন দিল্লি হাইকোর্ট প্রশ্ন তুলল, মে-র দ্বিতীয় সপ্তাহে যখন শীর্ষে উঠবে ভারতের করোনা সংক্রমণ গ্রাফ তখন আপনারা কতটা তৈরি? এদিনের শুনানিতে আদালত বলেছে, ‘আমাদের দেশে করোনার গ্রাফ শিখর ছোঁবে মে’র দ্বিতীয় সপ্তাহে। তখন সংক্রমণের সুনামি হবে। কিছু মানুষ মারা যাবে। কিন্তু যাঁদের বাঁচার সম্ভাবনা, তাঁদের নিয়ে কী ভাবনা কেন্দ্রের? নয়তো সেসব মানুষদেরও আমরা হারাব।’ পাশাপাশি কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কাউকেই ছেড়ে কথা বলা হবে না। শনিবার হুঁশিয়ারি দিয়ে দিল্লি হাইকোর্ট বলে, ‘প্রয়োজনে ফাঁসিতে ঝোলানো হবে’।
Comments are closed.