West Bengal Weather Forecast নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি
নিজস্ব সংবাদদাতা : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। যা ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়েও। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।
এদিকে নিম্নচাপ ও ভরা কটালের জেরে মুড়িগঙ্গা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। এর ফলে প্লাবিত নামখানা বাজার ও নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। গোসাবার পুঁইজালি, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। নদীবাঁধ উপছে জল ঢুকেছে কুমিরমারি, কচুখালি, বিপ্রদাসপুর, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়।
West Bengal Weather Forecast
Comments are closed.