রাজ্যে করোনা-জয়ীর সংখ্যা বাড়ছে, ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৯৩২ জন

নিজস্ব সংবাদদাতা : করোনাকে জয় করে প্রতিদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। বেড়েছে মোট সুস্থতার হারও। সেইসঙ্গে রাজ্যে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যাও অনেকটা কমল গত ২৪ ঘণ্টায়। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮। তবে এর পাশাপাশি উল্লেখ করা প্রয়োজন, গত ২৪ ঘণ্টায় করোনাকে জয়ও করছেন ২ হাজার ৯৩২ জন মানুষ। যার জেরে মোট করোনা-জয়ীর সংখ্যা বাংলায় বেড়ে দাঁড়াল ৮৯ হাজার ৭০৩ জন।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ৩ হাজার ৮০ জন ব্যক্তির শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থতার হার ৭৫.০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় এ রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৩ জন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, বাংলায় করোনায় মৃত্যুহার ২ শতাংশের নীচে নেমে গিয়েছে।
Comments are closed.