কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল রাজ্য শিবসেনা
রূপম চট্টোপাধ্যায়
কেন্দ্রীয় কৃষি বিল ও পশ্চিমবঙ্গে আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ রাজ্যেও পথে নামল শিবসেনা। অন্য জেলার সঙ্গে রাজ্যের অন্যতম বৃহৎ আলু উৎপাদক জেলা হুগলিতেও শুক্রবার বিক্ষোভসভা করে শিবসেনা। এদিন সকাল থেকেই হুগলি জেলায় শিবসেনা সভাপতি বিশ্বরূপ চৌধুরীর নেতৃত্বে বিরাট পথসভা অনুষ্ঠিত হয় হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার।
বিক্ষোভসভায় অন্যান্য নেতানেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক পার্থ বাগচী। তিনি তীব্র ভাষায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃষি বিলের সমালোচনা করে বলেন, ‘এই বিল সাধারণ মানুষের খাদ্যসংকট ডেকে আনবে।’ তিনি আরও বলেন, ‘মানুষের কাজ নেই, যোগাযোগ মাধ্যম বন্ধ, মানুষের বেঁচে থাকার নিরাপত্তা নেই। আর এই সংকটের সময় এক বলিউড হিরোইনের জন্য ওয়াই ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা করে তোষামোদ করা হচ্ছে। এর বিরুদ্ধে শিবসেনা তার লড়াই জরি রাখবে।’
Comments are closed.