Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী : শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১২ টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী তাঁকে আশীর্বাদ ও উপদেশ দিয়েছেন বলে জানান শুভেন্দু। এদিন মিনিট ৪৫ কথা হয়েছে দুজনের। সূত্রের খবর, ‘বাংলার গণতন্ত্র বিপন্ন। রাজ্যে আইনের শাসন নেই। বিজেপি কর্মীরা তৃণমূলের ভয়ে ঘরছাড়া। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত ৪০ জন বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে। এবার বন্ধ হওয়া দরকার।’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নাকি একথাই জানিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

- Sponsored -

তবে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে উৎসাহিত করেছেন। বাংলার সংস্কৃতি মেনে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে বলেছেন উনি। বিরোধী দল হিসেবে মানুষের প্রত্যাশা পূরণ করব। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে আমাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী।’

সোমবার রাতেই দিল্লি যান শুভেন্দু। মঙ্গলবার প্রথম বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। পরে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.