নীলাঞ্জনার চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার
নিজস্ব সংবাদদাতা : মাঝরাতে তরুণীর শ্লীলতাহানি রুখে ইতিমধ্যেই খবরের শিরোনামে নীলাঞ্জনা চট্টোপাধ্যায় ও দীপ শতপথী। প্রতিবাদী নীলাঞ্জনার সমস্ত চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার৷শনিবার মাঝরাতে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে আনন্দপুর থানা এলাকার অভ্যুদয় হাউজিংয়ের সামনে একটি গাড়ির ভেতর থেকে এক তরুণীর আর্তনাদ শুনে রুখে দাঁড়ান নীলাঞ্জনা ও তাঁর স্বামী দীপ। তরুণীকে উদ্ধার করতে গেলে গুরুতর আহত হন নীলাঞ্জনা। তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় অভিযুক্তের গাড়ি। গুরুতর আহত অবস্থায় শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। ইতিমধ্যে অস্ত্রোপচারও হয়েছে তাঁর।
এদিন কলকাতা পুলিশ কমিশনার ফোনে কথা বলেন নীলাঞ্জনার সঙ্গে। তাঁর সাহসকে কুর্নিশ জানিয়ে অনুজ শর্মা বলেন, মুখ্যমন্ত্রী নীলাঞ্জনার চিকিৎসার সমস্ত রকম খরচ রাজ্য সরকার বহন করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। নীলাঞ্জনার স্বামী দীপ শতপথীকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথাও বলেন পুলিশ কমিশনার।
শনিবার রাতে বাইপাসের ওই ঘটনায় দীপ ১০০ ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সেই নীলাঞ্জনাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশের ১০০ ডায়াল টিমকে পুরস্কৃত করেছেন অনুজ শর্মাও।
এদিকে আনন্দপুরকাণ্ডে এখনও অধরা অভিযুক্ত৷ তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তবে অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে পুলিশ৷ সে পূর্ব যাদবপুরের বাসিন্দা৷ নাম অভিষেক পাণ্ডে৷ অভিযুক্ত অভিষেকের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
Comments are closed.