ভোট পরবর্তী অশান্তি! হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের
নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার। চলতি মাসেই ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতেই বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। শনিবার রাজ্যের তরফ থেকে ওই আবেদন করা হয়। ফলে সোমবার ফের হাইকোর্টে এই মামলার শুনানি হবে।
বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। তা নিয়ে গত মাসে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার ওই মামলার শুনানি ছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। সেখানে হিংসা নিয়ে রাজ্যের কড়া সমালোচনা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ওই দিন আদালত নির্দেশ দেয়, রাজ্যের যে সব জায়গা থেকে হিংসার খবর আসছে সে সব জায়গায় পরিদর্শনে যাবে জাতীয় মানবাধিকার কমিশনের দল।
Comments are closed.