১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি

নিজস্ব সংবাদদাতা: অবশেষে স্কুল খোলার ব্যাপারে সবুজ সংকেত দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী ১২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে স্কুল খোলার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই স্কুল খোলার ভাবনা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত এখনই স্কুল চালুর কোনও ভাবনা সরকারের নেই।
স্কুল খোলার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নয় রাজ্য সরকার জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘বাংলায়-সহ গোটা দেশেই করোনার হার কমছে। কিন্তু তা নির্মূল হয়ে যায়নি। কোনও স্কুল না চাইলে জোর করা হবে না। কারওর কিছু হয়ে গেলে কে দায়িত্ব নেবে?’ এরই পাশাপাশি রাজ্যে কলেজ খোলা নিয়ে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আগামীকাল, বুধবার বৈঠক হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.