করোনায় আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

নিজস্ব সংবাদদাতা : করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ থাকায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অক্সিজেনের মাত্রা কিছুটা কম। এছাড়াও রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় কিছুটা হলেও মন্ত্রীকে নিয়ে চিন্তিত চিকিৎসকেরা।
তৃণমূলের অন্দরে করোনা সংক্রমণের থাবা বসেছে বেশ জাঁকিয়ে। এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ আক্রান্ত হয়েছিলেন। পরে ভেন্টিলেশনে চলে যাওয়ায় মারাও যান তিনি। করোনায় মারা যান এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসও। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। এবার আক্রান্ত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
Comments are closed.