উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৯৭.৬৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হল ২০২১-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর পাসের হার ৯৭.৬৯ শতাংশ। ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এ বছর উচ্চমাধ্যমিকে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক ছাত্রী। প্রথম দশের মধ্যে আছেন ৮৬ জন পরীক্ষার্থী। করোনা আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা এ বছর বাতিল হলেও বিশেষ ফর্মুলার ভিত্তিতেই মূল্যায়ণ হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। মাধ্যমিক, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেক নম্বরের ভিত্তিতেই মূল্যায়ণ হয়েছে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষায় বসার সুযোগও রয়েছে পরীক্ষার্থীদের জন্য।
এবার মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। এরমধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী। ‘এ‘ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। শুক্রবার থেকে সংসদের ৫২টি কেন্দ্র থেকে মিলবে মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড। একই সঙ্গে করোনা অতিমারীর কথা চিন্তা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছেন।
Comments are closed.