উচ্চমাধ্যমিকে অকৃতকার্য সব পরীক্ষার্থীই পাস, ঘোষণা সংসদের

নিজস্ব সংবাদদাতা : অকৃতকার্য সকল পরীক্ষার্থীকে উত্তীর্ণ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন সংসদ সভাপতি মহুয়া দাস। চলতি বছরে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয় প্রায় ১৮ হাজার পড়ুয়া। ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে থাকেন অনুত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকরা। বিক্ষোভের রেশ ক্রমাগত বাড়তে থাকায় নবান্নে মহুয়া দাসকে ডেকে পাঠান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
অকৃতকার্যদের দাবি, কোভিড পরিস্থিতিতে যখন পরীক্ষাই হল না, তখন কেন এই পাসফেলের ব্যবস্থা? হয় সংসদ সবাইকে পাস করাক, নতুবা নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হোক।
এরপরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সংসদ সভাপতি মহুয়া দাস সকলকেই পাস করানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Comments are closed.