আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা : পেগাসাস সংঘাতের মাঝেই আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজধানীতে চার দিনের ঠাসা কর্মসূচিতে আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে রাজ্যের বকেয়া জিএসটি, পর্যাপ্ত ভ্যাকসিনের দাবি তুলতে পারেন মুখ্যমন্ত্রী। উঠতে পারে আমফান-ইয়াসের ক্ষয়ক্ষতির প্রসঙ্গও। দুজনের মধ্যে কথাবার্তা কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
তৃণমূল সূত্রে খবর, আজ মোদি ছাড়াও সর্বভারতীয় ক্ষেত্রে আরও তিন ওজনদার নেতার সঙ্গে বৈঠক করবেন মমতা। কংগ্রেস নেতা কমলনাথ, আনন্দ শর্মা, অভিষেক মনু সিংভির সঙ্গে ২০২৪-এর লোকসভা ভোটের তোড়জোড় নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.