Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মৌন প্রতিবাদ! দিনভর লাইমলাইটে ‘বাংলার নিজের মেয়ে’ মমতা

নিজস্ব সংবাদদাতা: কল্লোলিনীর বুকে দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কালো মাস্ক ও কালো অ্যাপ্রন পরে মৌন প্রতিবাদ করলেন গান্ধিমূর্তির পাদদেশে। শীতলকুচি ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগে সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা অবধি নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয় তাঁর বিরুদ্ধে। কমিশনের সেই সিদ্ধান্তের প্রতিবাদে একাই লাইমলাইটে থাকলেন গোটা মঙ্গলবার।

- Sponsored -

এদিন বেলা ১১.৪০ থেকে দুপুর ৩টে পর্যন্ত গান্ধি মূর্তির পাদদেশে একাই ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর পাশে ছিল না কোনও দলীয় কর্মী, ছিল না কোনও দলীয় পতাকাও। ধরনা মঞ্চ থেকেই রং তুলি হাতে এঁকেছেন একের পর এক ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রতিবাদ করছেন তার থেকে বেশ খানিকটা দূরে তখন দাঁড়িয়ে দলীয় কর্মী-সহ একাধিক মিডিয়ার কর্মীরা। ভাঙা পায়ে হুইল চেয়ারে বসে তৃণমূল সুপ্রিমোর এই অভিনব প্রতিবাদ তখন সর্বভারতীয় সব চ্যানেলের প্রধান খবর হয়ে ওঠে। সব মিলিয়ে দিনভর প্রচারের আলো শুষে নিলেন তৃণমূল নেত্রী। ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে রইল-ব্ল্যাক ডে ফর ডে ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের কালো দিন।

বিকেল তিনটে নাগাদ ধরনা মঞ্চ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান কালীঘাটের বাড়িতে। রাত আটটা নাগাদ নিষেধাজ্ঞা উঠলে বারাসতে এবং বিধাননগরে পরপর দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বুধবার মাথাভাঙার হাসপাতালে গিয়ে দেখা করবেন শীতলকুচি আহতদের সঙ্গে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.