আড়িপাতাকাণ্ডে তদন্ত কমিশন, অবসরপ্রাপ্ত দুই বিচারপতিকে দিয়ে তদন্তের নির্দেশ মমতার

নিজস্ব সংবাদদাতা : আড়িপাতাকাণ্ডে বড় পদক্ষেপ। পেগাসাস নিয়ে দুই সদস্যর তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত অস্থায়ী প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। কীভাবে হ্যাকিং করা হয়েছে, কারা করেছে, কারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত– তা খতিয়ে দেখবে কমিশন। মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং নিয়ে তদন্ত করবে এই কমিশন। এনকোয়্যারি অ্যাক্ট (১৯৫২)-র আওতায় এই কমিশন গঠন করা হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে। অন্তত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হবে ভেবেছিলাম। কিন্তু কিছুই করা হল না। তাই আমরা দেশের মধ্যে আড়িপাতাকাণ্ডের তদন্তে প্রথম তদন্ত কমিশন গঠন করলাম। কেউ যদি না জাগে, তাঁকে জাগাতে হয়। আশা করব আমাদের পদক্ষেপ বাকিদেরও জাগিয়ে তুলবে।’
Comments are closed.