‘উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া’, নেতাজির জন্মদিনে দেশের চার প্রান্তে চারটি রাজধানীর দাবি মমতার

নিজস্ব সংবাদদাতা: নেতাজির জন্মদিনে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। উত্তর, পূর্ব, দক্ষিণ, উত্তর-পূর্বে ঘুরিয়ে ফিরিয়ে দেশের চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি তুলেছেন মমতা৷ পাশাপাশি, নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন কেন তুলে দেওয়া হল, সে নিয়েও এদিন রেড রোড থেকে আরও একবার প্রশ্ন তুলেছেন মমতা।
নেতাজির জন্মদিবসে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ওয়ান লিডার, ওয়ান নেশন? ওয়ান নেশন কার্ড, ওয়ান নেশন? ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন — হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন? উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া।’
নেতাজির জন্মদিন উপলক্ষে এ দিন শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা৷ তার পর রেড রোডের সভা থেকেই নেতাজিকে উপেক্ষা করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মদিনকে কেন দেশনায়ক দিবস এবং জাতীয় ছুটি হিসেব ঘোষণা করা হবে না, সেই প্রশ্নে ফের সরব হন মমতা৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কেন্দ্রও আজও নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা করেনি। আমারা এর প্রতিবাদ জানাই। দাবি করছি ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। নেতাজি অন্তর্ধান ঘটনার ঘটনার তদন্ত চাই। কেন দেশনায়ক দিবস হবে না?’
রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যোজনা কমিশন রেখে নীতি আয়োগ করা যেত। ১৪ হাজার কোটি টাকা দিয়ে আপনারা সংসদ তৈরি করছেন, যার এখনই কোনও প্রয়োজন ছিল না। অথচ, একবারও তো বলেননি আজাদ হিন্দ ফৌজ নিয়ে সৌধ করা উচিত। আমরা দেখিয়ে দেব কী করে করা যায়।’
Comments are closed.