২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ, ওইদিনই অভিভাবকদের হাতে মার্কশিট
নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ আগামী ২০ জুলাই, মঙ্গলবার। ওইদিন সকাল ৯টায় ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ সকাল ১০টা থেকে পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাওয়া যাবে। ওয়েবসাইটগুলি হল: www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shikshaw
ww.indiaresult.com
এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ‘মাধ্যমিক রেজাল্ট ২০২১’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন ফলাফল।
পাশাপাশি www.exametc.com -এ আগে থেকে মোবাইল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্টার করে রাখলে SMS-এর মাধ্যমে জানা যাবে ফলাফল। এবার প্রথম ফল প্রকাশের দিনই মার্কশিট হাতে হাতে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। তবে মার্কশিট তুলে দেওয়া হবে কেবল অভিভাবকদের হাতে।
করোনা আবহে এ বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে টালবাহানা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এরই মাঝে রাজ্য সরকার অভিভাবকদের মতামত নিয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করে। কিন্তু কীভাবে হবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন, এই নিয়ে চিন্তায় পড়েছিল অভিভাবক থেকে শিক্ষকমহল।
মধ্যশিক্ষা পর্ষদের সচিব কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের বিকল্প হিসাবে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ করা হবে। ওই নম্বরে কেউ সন্তুষ্ট না হলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় দেওয়া সুযোগ পাবেন সংশ্লিষ্ট পড়ুয়া। ওই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে মার্কশিটও।
Comments are closed.