ফেল-হীন মাধ্যমিক! সর্বকালীন রেকর্ড গড়ে পাসের হার ১০০ শতাংশ
নিজস্ব সংবাদদাতা : মূল্যায়ণের ভিত্তিতে মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল নটায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করলেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এবছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এ বছরের মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর ৬৯৭। মোট ৭৯ জন পেয়েছেন সর্বোচ্চ নম্বর। তবে কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবার। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org, wbresults.nic.in-সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে ফল দেখা যাচ্ছে।
করোনা আবহে চলতি বছরে মাধ্যমিকের পরীক্ষা বাতিল ঘোষণা করেছিল রাজ্য সরকার। ঠিক হয় নবম এবং দশম শ্রেণির পরীক্ষার স্কুলভিত্তিক মূল্যায়ণের ভিত্তিতেই মাধ্যমিকের ফল ঘোষণা হবে। এবছর মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন ছাত্র এবং ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন ছাত্রী। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এই ফলের পরেও যদি কারোর অসন্তোষ থাকে তবে করোনা সংক্রমণ হ্রাস হলে লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
পাশাপাশি ফেল-হীন মাধ্যমিকের ফলে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন, মূল্যায়ণ নিয়ে সরকার এত কথা বলার পরেও কীভাবে সবাই পাস করল তা নিয়ে। স্বাভাবিক ভাবেই এত ছাত্রছাত্রী একসঙ্গে উত্তীর্ণ হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি নিয়েও সমস্যা হতে পারে বলে মত অনেক শিক্ষক-শিক্ষিকাদের।
Comments are closed.