১৯৬-৬৯ ভোটে রাজ্য বিধানসভায় পাস বিধান পরিষদ গঠনের প্রস্তাব

নিজস্ব সংবাদদাতা : দুই তৃতীয়াংশ ভোটে রাজ্য বিধানসভায় পাস হল বিধান পরিষদ গঠনের প্রস্তাব। অন্যদিকে বিধান পরিষদ গঠনের বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি। রাজ্যে আর্থিক অনটনের মাঝে কী যুক্তিতে বিধান পরিষদ গঠন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত ১৯৬-৬৯ ভোটে পাস হল প্রস্তাব। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভায় সমাজের সব পক্ষের মানুষের প্রতিনিধিনিত্ব থাকা প্রয়োজন। তাই বিধান পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে ১৯৫২ সালের ৫১ জন সদস্যকে নিয়ে বাংলাতেও বিধান পরিষদ গঠিত হয়। কিন্তু ১৯৬৯ সালের ২১ মার্চ তার অবলুপ্তি ঘটে। এবার বিধানসভায় পাশের পর বিধান পরিষদ গঠনের জন্য রাজ্যপাল জগদীপ ধনকরের সিলমোহর দরকার। রাজ্যপালের অনুমোদনের পর কেন্দ্রীয় আইনমন্ত্রকে ঘুরে রাজ্য ও লোকসভা দুটি কক্ষেই প্রস্তাবটি পাস হতে হবে। তারপরেই রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে বিধান পরিষদ।
Comments are closed.