Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার ডা. সুকুমার হাঁসদা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডা. সুকুমার হাঁসদা। কলকাতা শহরের অ্যাপোলো হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন জঙ্গলমহলের এই চিকিৎসক নেতা। হাসপাতালে থাকাকালীন করোনায় আক্রান্ত হন তিনি। আজ সকাল ১১টা ১৫ নাগাদ মৃত্যু হয় সুকুমার হাঁসদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। গভীর সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

ডা. সুকুমার হাঁসদার মৃত্যুতে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডা. সুকুমার হাঁসদার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ডা. হাঁসদা তাঁর সারা জীবন আদিবাসীদের উন্নয়নব্রতে উৎসর্গ করেছিলেন। আদিবাসী আন্দোলনে ও আদিবাসী মানুষের কল্যাণসাধনে তাঁর ভূমিকা ও অবদান ছিল বিরাট। আদিবাসী সমাজের অভ্যন্তরে থেকে তিনি তাঁদের বিকাশে নিজের জীবন অতিবাহিত করেন। আমি সুকুমার হাঁসদার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

সুকুমার হাঁসদা ঝাড়গ্রামের দু’‌বারের বিধায়ক। ২০১১ সালে ঝাড়গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচিত হন সুকুমার হাঁসদা। প্রথম তৃণমূল সরকারে তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান। তবে ২০১৬ সালের নির্বাচনে জিতে আসার পর তাঁকে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়। ২০১৯ সালে বিধানসভার ডেপুটি স্পিকার হন জঙ্গলমহলের ভূমিপুত্র সুকুমার হাঁসদা।

কংগ্রেস রাজনীতি পরিবারে বেড়ে ওঠা সুকুমার হাঁসদার বাবা ছিলেন কংগ্রেস মন্ত্রিসভায় কেন্দ্রীয় কয়লা মন্ত্রী সুবোধ হাঁসদা। ঝাড়গ্রাম হাসপাতালের চিকিৎসক সুকুমার ছিলেন গ্রামের গরিব মানুষদের অন্যতম সহায়। সুকুমার হাঁসদার প্রয়াণে আজ সারাদিন রাজ্য সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.