করোনা রুখতে আংশিক লকডাউনের ঘোষণা নবান্নর

নিজস্ব সংবাদদাতা : করোনা রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ নবান্নর জারি করা বিজ্ঞপ্তিতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিয়েবাড়ির উপরও। পরবর্তী ঘোষণা পর্যন্ত এগুলি খোলা যাবে না, যা কার্যত লকডাউন জারির সমান।
অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলিকে আংশিক লকডাউনের আওতার বাইরে রাখা হচ্ছে। দোকান, বাজার খোলার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ সকাল ৭ থেকে বেলা ১০টা এবং দুপুর ৩টে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে৷ তবে মুদি দোকান এবং ওষুধের দোকান সমস্ত জরুরি পরিষেবাকে এই সময়সীমার আওতার বাইরে রাখা হয়েছে৷ তবে হোম ডেলিভারির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
Comments are closed.