Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বর্ষবরণের উৎসবেই নির্বাচনী প্রচারের অভিমুখ বাঁধল ওয়েবকুপা

অভিষেক পাল

বর্ষবরণের উৎসবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিল ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন।

২০২১ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ বছর। এবছরই বিধানসভার নির্বাচন। ওয়েবকুপার প্রায় ৩০০ জন অধ্যাপক অধ্যাপিকা রানী রাসমণি অ্যাভিনিউতে বর্ষবরণ উৎসব উদযাপনের জন্য একটি বর্ণাঢ্য পথসভার আয়োজন করেছিলেন। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

আগামী বিধানসভার নির্বাচনী প্রচারের প্রথম পদক্ষেপ বলেই অভিহিত করলেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা কৃষ্ণকলি বসু। “মমতার সঙ্গে আগামীর বঙ্গে” নামক এই অনুষ্ঠানের প্রচার অভিমুখ ছিল সাধারণ মানুষরাই। ১০০০ টি সরকারের রিপোর্ট কার্ড ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া “বাংলার গর্ব মমতা” মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।

বুধবারের সন্ধ্যায় ধর্মতলার এই অনুষ্ঠানে মানুষের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য গীতি আলেখ্য, নাচ, গান ও মাইম দিয়ে সাজানো ছিল অনুষ্ঠান।

আতস বাজির প্রদর্শনীর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। সভাপতি কৃষ্ণকলি বসু জানিয়েছেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ শুধু সময়ের অপেক্ষা। আগাম জয়ের বার্তা দিতেই আজকের এই অনুষ্ঠান। আগামী দিনে জেলার বিভিন্ন জায়গায় এমন কর্মসূচি গ্রহণ করে সাধারণ মানুষকে আরও সামিল করার চেষ্টা করা হবে।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.