‘আমরা হিন্দুস্তানে ঢুকে মেরেছি’, পুলওয়ামা নিয়ে অবশেষে স্বীকারোক্তি পাক মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : ভারতে ঢুকে পুলওয়ামা হামলা চালানো ইমরান খান সরকারের বড় সাফল্য। বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বললেন ইমরান খান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তাঁর এই স্বীকারোক্তির জেরে বিশ্ব দরবারে ইমরান খান বিড়ম্বনায় পড়বেন বলেই মত কূটনৈতিক মহলের।
#WATCH: Pakistan's Federal Minister Fawad Choudhry, in the National Assembly, says Pulwama was a great achievement under Imran Khan's leadership. pic.twitter.com/qnJNnWvmqP
— ANI (@ANI) October 29, 2020
এর আগে বুধবার মুসলিম লিগের আয়াজ সাদিক ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাবি করেন সৌজন্যের বার্তা দিতে নয়, ভারতের প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় ইমরান খানের সরকার। তিনি বলেন, ‘পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সেনাপ্রধান বাজওয়ার কাছে কাকুতি মিনতি করেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে মুক্তি দেওয়ার জন্য। নাহলে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে।’
‘ভারতের হামলা চালানোর ভয়েই অভিনন্দন বর্তমানকে মুক্তি’– এই তথ্যকে খারিজ করতে গিয়ে জবাবি ভাষণে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘‘আমরা হিন্দুস্তানে ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের ওই সাফল্য, ইমরান খানের আমলে গোটা দেশের সাফল্য। আমরা সকলেই তার শরিক।’’ ইতিমধ্যেই ফাওয়াদ চৌধুরীর ওই ভাষণ ভাইরাল হয়ে পড়ায় যথেষ্ঠই বিপাকে পাকিস্তান।
Comments are closed.