ফের পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, অফলাইনে পরীক্ষা ১৭ জুলাই

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে ফের পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। আগামী ১৭ জুলাই হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স। পূর্ব নির্ধারিত সূচিতে ১১ জুলাই হওয়ার কথা ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ১৭ জুলাই অফলাইনে পরীক্ষার পর ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৪ অগস্টের মধ্যে। পড়ুয়ারা যাতে ভিন রাজ্যে না যান, সেজন্য এবার ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে তিন দফার কাউন্সেলিং। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাড়ির কাছেই পরীক্ষা কেন্দ্র করার বিষয়ে এ দিন আশ্বাস দিয়েছে জয়েন্ট কাউন্সিল।
রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠকে জানান, ‘চলতি বছর মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং মিলিয়ে মোট ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী জয়েন্টে অংশ নেবেন। কোভিডবিধি মেনেই ২৭৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। একটা ঘরে সর্বাধিক ২০ জন পরীক্ষার্থী থাকতে পারবেন। একটা বেঞ্চে একজন, বড় বেঞ্চ হলে দু’জন পরীক্ষার্থী বসতে পারবেন। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। চলতি বছরে এটাই প্রথম অফলাইন পরীক্ষা যা আমাদের কাছে চ্যালেঞ্জ।’
এদিন সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা আরও জানিয়েছেন, ‘নার্সিংয়ের প্রবেশিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা-সহ ১১টি পরীক্ষা যথাসময়ে নেবে বোর্ড। শুধু নার্সিংয়ে প্রবেশিকার পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা হবে ৭ জুলাই। ৮ আগস্ট স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা হবে ১৪ আগস্ট।’
Comments are closed.