Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনাকে জয়, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : করোনাকে জয় করে বাড়ি ফিরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবিবারই রাসবিহারীর তৃণমূল বিধায়ককে ছুটি দেয় হাসপাতাল। এখন এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকবেন ৭৭ বছর বয়সি এই রাজনৈতিক নেতা। পরিবার সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন শোভনবাবু। তারপর থেকেই মন্ত্রীর শরীরে করোনার একাধিক উপসর্গ দেখা যায়। পরীক্ষা করালে রিপোর্ট আসে কোভিড পজিটিভ। শুরুতে হোম আইসোলেশনেই ছিলেন মন্ত্রী। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কোনওরকম ঝুঁকি নেননি শোভনবাবুর পরিবার। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান এই নেতাকে। জানা গিয়েছিল, মন্ত্রীর শ্বাসকষ্টের পাশাপাশি শরীর খুব দুর্বল ছিল। জ্বরের সঙ্গে ছিল গায়ে ব্যাথ্যা। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ড। বিধায়কের নিয়মিত খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তির ৭দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.