‘গার্ড অব অনার’ না পাওয়ায় ক্ষুব্ধ রাজ্যপাল, তোপ মমতা প্রশাসনকে

নিজস্ব সংবাদদাতা : গার্ড অব অনার দেওয়া হয়নি তাঁকে, অভিযোগ তুলে ফের রাজ্য প্রশাসনকে বিষোদ্গার রাজ্যপাল জগদীপ ধনকরের। বৃহস্পতিবার কোচবিহার সফরে যান সস্ত্রীক রাজ্যপাল ধনকর। তাঁর কোচবিহার সফরের মধ্যে নিয়মানুযায়ী কেন তিনি গার্ড অফ অনার পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে একটি ট্যুইট করেন ধনকর। ট্যুইটে রাজ্য পুলিশ রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণাধীন বলেও অভিযোগ করেন রাজ্যপাল।
The district administration at Coochbehar @MamataOfficial was in breach of protocol. There was no guard of honour @WBPolice and DM and SP @HomeBengal were absent. All indications of politicised working visible.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 12, 2020
এদিন কোচবিহারে পৌঁছে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল। পুজো দেন ঐতিহ্যমণ্ডিত মদনমোহন মন্দিরে। এরপর ঘুরে দেখেন কোচবিহার রাজবাড়ি। রাজ্যপালের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও। রাজবাড়ি ঘুরে সার্কিট হাউসে এসে রাজ্যপাল সাক্ষাৎ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। এরপর সাংবাদিকদের সম্মুখীন হয়ে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। রাজ্য পুলিশ তাঁকে গার্ড অব অনার না দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল।
Comments are closed.