পাইপ-বিভ্রাট! শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশনে
নিজস্ব সংবাদদাতা: আগামী শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য টালা পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। উত্তর কলকাতার নীলমণি মিত্র রো-তে ভূগর্ভস্থ ৬০ ইঞ্চি ব্যাসের জলের পাইপ ফেটে যাওয়া জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে।
শনিবার দুপুর থেকে পাইপের লিকেজ সারাইয়ের কাজের জন্য জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে এবং রবিবার বিকেলের মধ্যেই জল সরবরাহ চালু হয়ে যাবে বলেই পুরসভা সূত্রে খবর।
Comments are closed.