সম্মিলিত জাতিপুঞ্জের ৭৫ বর্ষপূর্তির আলোচনায় ভারতবর্ষের ড. বিবেকানন্দ চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা : সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ফাউন্ডেশন’ ১৫ ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার আয়োজন করেছিল একটি আন্তর্জাতিক মানের অন্তর্জালিক আলোচনাচক্রের। আলোচনার বিষয় ছিল ‘ইন্টারন্যাশনাল ডায়লগস্ অন ইউএন সাবস্টেনেবল ডেভেল্পমেন্ট গোলস্-কোয়ালিটি এডুকেশন-দ্য ফিউচার’। এটির উদ্যোগ গ্রহণ করেছিলেন ‘আই এম আর এফ ইন্সটিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। এই আন্তর্জাতিক আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রত্নাকর ডি. বালা। যিনি এই ফাউন্ডেশানের অধিকর্তা। আমন্ত্রিত অতিথি ও বক্তা ছিলেন ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন।
এতে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মেদিনীপুর টাউন স্কুলের ড. বিবেকানন্দ চক্রবর্তী। এই আন্তর্জাতিক আলোচন সভা থেকে বিশ্বে শিক্ষাক্ষেত্রে যাঁরা বিশিষ্ট অবদান রেখেছেন তাঁদের সম্মানিত করা হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন অধ্যাপক ড. রত্নাকর ডি. বালা। এই আলোচনা সভায় একজন আলোচক হিসেবে যোগ দিতে পেরে খুশি মেদিনীপুরের টাউন স্কূলের প্রধান শিক্ষক, রবীন্দ্র গবেষক ড.বিবেকানন্দ চক্রবর্তী।
Comments are closed.