অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টে খেলবেন না বিরাট
অমিয় রায়
আইপিএল শেষ হতেই দীর্ঘদিন পর করোনা আবহে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত। সামনেই অজিভূমে দীর্ঘ ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। তবে এবার হয়ত স্বয়ং ভারত অধিনায়ক বিরাটকেই বাদ দিয়েই শেষ দুটি টেস্টে নামতে হতে পারে ইন্ডিয়াকে। কারণ আগামী জানুয়ারিতে সন্তানের পিতা হবেন কোহলি। যে কারণে সেই সময় দেশে ফিরে আসতে পারেন বিরাট।
কোহলির তরফে অবশ্য এখনও সরকারি ভাবে কিছু বলা হয়নি। কিন্তু শেষ দু’টো টেস্টে তাঁর না খেলার সম্ভাবনা প্রবল, এমনই ইঙ্গিত মিলেছে ভারতীয় বোর্ড সূত্রে। বোর্ড জানিয়েছে, তারা সব সময়ই ক্রিকেটারদের পরিবারকে অগ্রাধিকার দিতে চায়। কোহলি যদি চান দেশে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে সিরিজের শেষ দু’টো টেস্টে তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে কেএল রাহুলের টেস্ট টিমে ঢুকে পড়া অনেক সহজ হয়ে যাবে। পরিস্থিতি সুস্থ-স্বাভাবিক থাকলে কোহলি হয়তো একটা টেস্ট খেলতেন না। সন্তানকে দেখে ফিরে যেতেন শেষ টেস্ট খেলতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। করোনা আবহে দেশে আসলে ১৪ দিনের কোয়ারান্টাইন মাস্ট। তাই ভারত অধিনায়ক যদি দেশে ফিরে আসেন, তা হলে সিরিজের শেষ দু’টো টেস্টই খেলা হবে না বিরাটের।
Comments are closed.