Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উঠে এল পূজারা, রাহানে

নিজস্ব সংবাদদাতা: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান তালিকায় ভারতের তিন ক্রিকেটার। ৮৬২ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে ব্রিসবেনে লড়াকু ইনিংস খেলে ৭৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলেন চেতেশ্বর পূজারা। সিডনিতে তৃতীয় টেস্ট এবং ব্রিসবেনে চতুর্থ টেস্টে রান পাওয়ায় ৭৪৮ পয়েন্ট সংগ্রহ সংগ্রহ করে অষ্টম স্থানে উঠে এলেন আজিঙ্কা রাহানে।

- Sponsored -

ব্যাটসম্যানদের তালিকায় টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯১৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। এরপর যথাক্রমে ৮৯১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ এবং ৮৭৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে মারনুস লাবুসচাগনে। বিরাট কোহলির পরেই ৮২৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জো রুট । বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস ৭৪৪ পয়েন্ট পেয়ে রয়েছেন দশম স্থানে।

অন্যদিকে বোলিংয়ে শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স। তাঁর পয়েন্ট ৯০৮। ৮৩৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। তৃতীয় স্থানে ৮২৫ পয়েন্ট পেয়ে রয়েছেন নেল ওয়াগনার। বোলারদের মধ্যে অষ্টম স্থানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৭৬০) এবং দশম স্থানে জসপ্রীত বুমরাহ (৭৫৭) রয়েছেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.