বাবা হতে চলেছেন বিরাট, অনুষ্কার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে
সৌরভ রায়
মা হতে চলেছেন বিরাট পত্নী অনুষ্কা। সেই খুশির খবর সামনে আনলেন ভারত অধিনায়ক হবু বাবা বিরাট কোহলি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সকালে ছবি পোস্ট করে বিরাট জানান, ‘‘২০২১-এ তাঁর পরিবারে নতুন অতিথি আসছে। দুই থেকে তাঁরা তিন জন হচ্ছেন।’’ অনুষ্কার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। বিরুষ্কার এই খবরে আপ্লুত নেটাগরিকরা। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।
উল্লেখ্য যদিও এখন আইপিএল খেলতে দুবাইতে রয়েছেন আরসিবি-র অধিনায়ক বিরাট। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে মাঠে অনুশীলনে নামার আগে হোটেলের বারান্দাতেই কোয়ারান্টাইনে শরীরচর্চা করছেন বিরাট। তবে এর মধ্যে বাবা হওয়ার খবর জানতে পেরে আপ্লুত কোহলি। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন দলের অন্যান্য সতীর্থ থেকে শুরু করে অন্যান্য দেশের ক্রিকেটাররাও। শুভেচ্ছা জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
Comments are closed.