চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেই টেস্ট দলে পরিবর্তনের ডাক কোহলির
সাম্যজিৎ ঘোষ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আট উইকেটে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। তারপরেই ভারতীয় টেস্ট দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। বিরাটের মতে ভারতীয় দল সেই ধরনের ব্যাটসম্যানদের প্রাধান্য দেবেন, যাঁদের মধ্যে টেস্ট খেলার ‘সঠিক মানসিকতা’ রয়েছে। সাউদাম্পটনের উইকেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুইং এবং বাউন্সের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। কোহলি নিজেও ব্যাট হাতে সেভাবে কার্যকর হয়ে উঠতে পারেননি। কিন্তু চেতেশ্বর পূজারা বা অজিঙ্কা রাহানেরা যেভাবে বা বলা ভাল যে ভঙ্গিমায় আউট হয়েছেন, তা বিরাট যে খুব একটা ভাল ভাবে নেননি তার স্পষ্ট ইঙ্গিত তিনি দিয়েছেন।
ম্যাচের পর প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি কারওর নাম না করে তিনি বলেছেন, ‘দলকে শক্তিশালী করতে পর্যালোচনা করতে হবে। কী প্রয়োজনীয় তা দ্রুত ঠিক করতে হবে। এক বছর অপেক্ষা করতে রাজি নই। আমাদের সাদা বলের দলে অনেক গভীরতা রয়েছে এবং প্রত্যেকে যথেষ্ট আত্মবিশ্বাসী। টেস্ট ক্রিকেটেও সেটাই আনতে হবে সবার মধ্যে। সঠিক মানসিকতা রয়েছে এমন ক্রিকেটারদের সুযোগ দিতে হবে দলে।’ এখন দেখার কোন কোন ক্রিকেটারের ওপর খাঁড়া নেম আসে।
Comments are closed.