ভাইরাল ভিডিও! ‘কেন নিয়ে যাচ্ছ আমার মুরগি?’ নেটিজেনদের চোখে জল বইয়ে দিল শিশুর আর্তি
শুভাশিস মণ্ডল
‘ভালবাসা’– এই শব্দটির মাহাত্ম্য বা ব্যাপ্তি যে কত বিশাল তা অনুভূত করা সবার পক্ষে সম্ভব নয়। ভালো লাগা আর তা মনের মণিকোঠায় জায়গা করে দেওয়ার জন্য এক অসম্ভব ক্ষমতা লাগে। মানুষভেদে ভলোবাসা অনেক ধরনের হয়। এই যেমন সিকিমের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক শিশু। তার বাড়িতে রয়েছে পোলট্রি খামার। ছোট থেকেই সে দেখছে মুরগিগুলো কেমন ছোট থেকে বড় হয়ে উঠছে। মুরগিগুলোও দেখছে ছোট্ট শিশুটিকে। ভালোবাসা জন্মে গেছে এদের মধ্যেই। কিন্তু ছোট শিশুটি জানে না বাড়ির পোলট্রি খামারের মুরগিগুলো চাষ করা হচ্ছে বাজারে বিক্রির জন্যই। এক ভিডিওয় দেখা যাচ্ছে মুরগিগুলোকে চারচাকা গাড়িতে তোলা হচ্ছে। এবার মহাজনেরা নিয়ে চলে যাবে বাজারে। ছোট্ট শিশুর অবুঝ মন বুঝতে পারে তার বন্ধু-বিচ্ছেদ আসন্ন। চারচাকা গাড়ির সামনে হঠাৎই নাছোড়বান্দা শিশুটি। ‘আমার মুরগিগুলো কেন নিয়ে যাচ্ছ তোমরা?’ কান্নার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে সে। আর শিশুর কান্নাভেজা আর্তি মন ভারাক্রান্ত করেছে নেটিজেনদেরও।
Comments are closed.