উষ্ণতার খোঁজে জড়িয়ে ধরে কিস! ভাইরাল হতেই পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর
শুভাশিস মণ্ডল
কোভিড পরিস্থিতিতে সংক্রমণ রোধে ব্রিটেনজুড়ে বারবার দেশবাসীকে বলেছিলেন মাস্ক পরুন, পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। এমনকী নিজের বাড়ির লোক ছাড়া কাউকে আলিঙ্গন পর্যন্ত করবেন না। নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সেখানকার মানুষের অভিবাদন জানানোর প্রচলিত রীতি ‘হাগ অ্যান্ড কিস’কে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের (Matt Hancock) এহেন বার্তায় বেশ এগোচ্ছিল বরিস জনসনের দেশ। যদিও কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছিলেন ‘হাগ অ্যান্ড কিস’কে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করায়।
সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু নিজের অফিসের অ্যান্টি চেম্বারে উষ্ণতার খোঁজে এ কী করে বসলেন হ্যানকক? দেশবাসীকে ‘বাড়ির লোক ছাড়া কাউকে আলিঙ্গন করবেন না’ বার্তা দিয়ে একেবারে নিজেই জাপটে ধরে চুম্বন সহকর্মী জিনা কোলাড্যাঞ্জেলোকে (Gina Coladangelo)! হাতে হাত ধরে কাছে টেনে চুমু। কোলাড্যাঞ্জেলোর নিতম্বে হাত ঘর্ষণ করে ঠোটে ঠোট রেখে তখন অন্য জগতে হ্যানকক। চুমুসুখে তখন রোমাঞ্চিত প্রিয়তমা সহকর্মীও।
কিন্তু ‘খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে’। দেশবাসীকে করোনা পরিস্থিতিতে পারস্পরিক দূরত্ব বজায় রাখা থেকে আলিঙ্গন, এমনকী চুমু খাওয়া থেকে বিরত থাকতে বলে নিজেই অমান্য করলেন ব্রিটেনের কোভিড নিয়ম। বিশ্বজুড়ে সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়া মাত্র (সত্যতা যাচাই করেনি বেঙ্গলফাস্ট) বেশ চাপে পড়ে যান ব্রিটিশ স্বাস্থমন্ত্রী ম্যাট হ্যানকক। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান‘-এ (The Sun) অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর লেবার পার্টির সদস্যরা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে হ্যানককের বরখাস্তের দাবি জানায়। অগত্যা, প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্রিটেনের কোভিডবিধি অমান্য করার জন্য চিঠি লিখে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিলেন তিনি।
দেখুন চুম্বন (কিস) খাওয়ার সেই দৃশ্য :
Comments are closed.