প্রয়াত বাচিক শিল্পী প্রদীপ ঘোষ, শোকের ছায়া সংস্কৃতিমহলে

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। উপসর্গহীন করোনা আক্রান্ত ছিলেন তিনি। যোধপুর পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় এই আবৃত্তিকারের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। বাচিক শিল্পের জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবে দক্ষতার সাথে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৭ সালে কাজী সব্যসাচী পুরস্কার প্রদান করে। আমি প্রদীপ ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবে দক্ষতার সাথে দীর্ঘদিন কাজ করেছেন প্রদীপ ঘোষ। প্রদীপ ঘোষের মৃত্যুতে শোকের ছায়া বাংলা সংস্কৃতি জগতে। শোকপ্রকাশ করেছেন জগন্নাথ বসু, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বসু ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments are closed.