‘কেএসএ পালিয়ে গেছেন, ফোন ধরছেন না ডি’, ট্যুইট তোপ তথাগত রায়ের

নিজস্ব সংবাদদাতা : একুশের নির্বাচনে বাংলায় স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় জনতা পার্টির। শোচনীয় পরাজয়ের পর ভোট-পরবর্তী হিংসার অভিযোগে ঘরছাড়া বহু কর্মী-সমর্থকেরা। সরকার বনাম বিরোধীপক্ষের বাদানুবাদের মাঝে ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকর স্বতঃপ্রণোদিত হয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করার পরে ঘরে ফেরানোর আহ্বান করেছেন রাজ্য প্রশাসনকেও। কিন্তু ৭৭টি আসন পেয়ে স্বপ্নভঙ্গ হওয়ার পর কার্যত দেখা নেই বিজেপির শীর্ষ নেতৃত্বদের। এমনই অভিযোগ খোদ বিজেপির কর্মী-সমর্থকদের। এবার সেই অভিযোগকে মান্যতা দিয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব-স্থানীয়রা কেউই আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে না থাকায় ট্যুইটে তোপ দাগলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।
A very close person came crying today. Said a few thousand men who had worked for BJP hv bn driven out by Trinamooli goons. They will possibly have to pay hefty sums of money to be allowed to return. I am helpless. Of the state leaders KSA have run away. D doesn’t receive calls!
— Tathagata Roy (@tathagata2) June 2, 2021
ট্যুইটে তথাগত রায় লিখেছেন, ‘দলের এক নিকট কর্মী এসেছিলেন সাহায্য চাইতে। খুব কান্নাকাটি করছিলেন। বলছিলেন, কয়েক হাজার মানুষ যাঁরা বিজেপির হয়ে কাজ করেছেন তারা আজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের চাপে ঘরছাড়া। বড় অঙ্কের আর্থিক জরিমানার বিনিময়ে ঘরে ফিরতে হচ্ছে তাঁদের। আমি সাহায্য করতে পারলাম না। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কেএসএ পালিয়ে গেছেন। ফোন ধরছেন না ডি।’
আর এই ট্যুইট ঘিরে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে বিজেপির অন্দরে। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষকেই যে ‘কে-এস-এ-ডি’বলে আক্রমণ শাণিয়েছেন তথাগত রায়। কারণ তৃণমূলের কাছে পরাস্ত হওয়ার পর পরই তথাগত রায় নামসংক্ষেপ ব্যবহার করে ট্যুইট করেছিলেন ‘কে-ডি-এস-এ’ বলে। যা নিয়ে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছিল। সে সময় যে তিনি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকেই টার্গেট করে বলেছিলেন, ‘তৃণমূল থেকে আসাদের টিকিট দিয়েই ভরাডুবি হয়েছে বিজেপির’।
Comments are closed.