তৃণমূলের দলবদলুদের ‘মল-মূত্র’ বলে কটাক্ষ তথাগত রায়ের
নিজস্ব সংবাদদাতা : বিস্ফোরক মন্তব্য করতে বরাবরই ভালোবাসেন তিনি। বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বারবার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এবার মুকুল রায়, শুভ্রাংশু রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা যখন তৃণমূলে ফেরার তোড়জোড় করছেন ঠিক তখন প্রয়াত সিপিআইএম নেতা হরেকৃষ্ণ কোঙারের মন্তব্যকে শেল করে বিঁধলেন বিজেপিতে যোগ দেওয়া দলবদলুদের। ইতিমধ্যেই দীপেন্দু বিশ্বাস, শিউলি সাহা, সরলা মুর্মুদের মতো অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে চিঠিও লিখেছেন। দল ছাড়তে চেয়ে একাধিক আবেদনও নাকি তৃণমূল ভবনে জমা পড়েছে।
তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।
— Tathagata Roy (@tathagata2) June 11, 2021
তথাগত রায় ট্যুইটে লিখেছেন, ‘তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ‘‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।’
Comments are closed.