রাতভর টানা বৃষ্টি, বানভাসি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতা : রাতভর টানা বৃষ্টি। আর তার জেরেই কার্যত বানভাসি অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত বৃষ্টি চলেছে। কলকাতার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুরে। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। এর পাশাপাশি বৃষ্টি হয়েছে বেহালায় ১৬৩ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার। অতিবৃষ্টিতে কলকাতা শহরের সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, ল্যান্সডাউন রোড, লেক গার্ডেন আরওবি, যোধপুর পার্ক, আনোয়ার শাহ, ঢাকুরিয়া, আলিপুর-বর্ধমান রোড এবং খিদিরপুরে জল জমে বানভাসি অবস্থা। পুরসভা সূত্রে খবর, জোয়ারের জন্য বন্ধ রয়েছে লকগেটগুলি। জোয়ার যতক্ষণ থাকবে, ততক্ষণ লকগেট খোলা সম্ভব নয়। যে কারণে, জল নামতে আরও কিছুটা সময় লাগবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে পাশাপাশি হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা। জল জমেছে পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া, রামরাজাতলা, সাঁতরাগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়। উলুবেড়িয়ায় দুপুরে হঠাৎই প্রায় ৫০ মিটার রাস্তা কয়েক ফুট বসে যায়। স্থানীয় কালীনগর এলাকায় ৫টি দোকান ধসে গিয়েছে। ধস নামায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। অতি বৃষ্টিতে বাঁকুড়ার গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শীলাবতী এবং কংসাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
Comments are closed.