নীরবতা ভাঙলেন জো বাইডেন, আফগান সঙ্কটে ‘অনুতপ্ত নন’ মার্কিন প্রেসিডেন্ট
নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তান সঙ্কট নিয়ে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াকিবহাল মহল আফগানিস্তানের ‘তালিবানি রাজ’ নিয়ে বাইডেনকে দুষছেন। এই প্রেক্ষাপটে আফগান ইস্যুতে নীবরতা ভাঙলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণে বাইডেন জানিয়ে দিলেন, তাঁর সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত নন। সন্ত্রাসবাদ রোধে অভিযান চালাচ্ছে আমেরিকা।
বাইডেনের কথায়, ‘আল কায়দার বিরুদ্ধে লড়তে গিয়েছিল আমেরিকা, কোনও দেশ গড়তে নয়।’ আফগানিস্তানে সেনা সরানোর সিদ্ধান্ত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘সেনা সরানোর সিদ্ধান্ত কার্যকর করতেই হত। আফগানিস্তানে গৃহযুদ্ধ সামলানোর জন্য মার্কিন সেনাবাহিনী পড়ে থাকতে পারে না’ বলেও মন্তব্য করেছেন বাইডেন।
Comments are closed.