সস্ত্রীক করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার সকালে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।
https://twitter.com/realDonaldTrump/status/1311892190680014849
ট্যুইটে ট্রাম্প লেখেন, “ফ্লোটাস এবং আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কোয়ারানটিন ও চিকিৎসা শুরু করেছি। একসঙ্গেই এটা আমরা কাটিয়ে উঠব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে ট্যুইটে দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে মোদি লিখেছেন, “আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন মেলানিয়া ট্রাম্পও।”
Wishing my friend @POTUS @realDonaldTrump and @FLOTUS a quick recovery and good health. https://t.co/f3AOOHLpaQ
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। একথা বৃহস্পতিবার রাতেই ট্যুইট করে জানা ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, এক নির্বাচনী বিতর্কসভায় অংশ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন ওহিও। হোপ হিকস ছিলেন তাঁর সফরসঙ্গী। হিকসের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সস্ত্রীক ট্রাম্প কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট পজিটিভ আসলে ট্যুইট করে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Comments are closed.