কাবুল বিস্ফোরণের বদলা, আফগানিস্তানে আইএস জঙ্গি ঘাঁটিতে আমেরিকার প্রত্যাঘাত
নিজস্ব সংবাদদাতা : যেমন কথা, তেমন কাজ। আফগানিস্তানে আমেরিকার প্রত্যাঘাত। কাবুল বিস্ফোরণের পর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছিলেন, ‘হামলাকারীদের এর মূল্য চোকাতে হবে।’ এরপরই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আফগানিস্তানের নানগরহর প্রদেশে আইএস জঙ্গি ঘাঁটিতে আমেরিকার প্রত্যাঘাত। মার্কিন ড্রোন হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে আইএস জঙ্গি ঘাঁটি। পেন্টাগন সূত্রে খবর, হামলায় সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি না হলেও কাবুল হামলার মূলচক্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালায় আইএস জঙ্গি গোষ্ঠী। তাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হন ১৫০ ওপরে মানুষজন। এই হামলায় ১৩ জন মার্কিন সেনারও মৃত্যুর পরই পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার কয়েক ঘণ্টা পেরতে না পেরতেই কাবুল হামলার মূলচক্রীকে নিকেশ করার দাবি করল মার্কিন সেনা।
Comments are closed.